ডিজিটাল মার্কেটিং হলো পণ্য বা সেবা প্রচার-প্রসারের জন্য ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে প্রচারনা করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায়, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট, ব্লগ, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডিজিটাল চ্যানেলগুলির ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা হয়। এর মাধ্যমে যে কোনও প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তাদের কাঙ্খিত গ্রাহকদের সাথে সংযুক্ত হতে সংযুক্ত হয়ে, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত পণ্য বা পরিষেবা বিক্রি করে থাকে।
কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মার্কেটিংয়ের কাজ করার আগে সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি হালাল বিজনেসের সাথে জড়িত কিনা তা প্রথমেই ডিজিটাল মার্কেটার হিসেবে আমাকে জেনে নিতে হবে। কারণ আমি একজন মুসলিম ডিজিটাল মার্কেটার হিসেবে কখনোই হারাম কোনো বিজনেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারি না।
কাজের সময় আমাকে সঠিকভাবে নিশ্চিত করতে হবে আমি কোনো মিথ্যা তথ্য, ফাঁকি বাজি বা বিভ্রান্তিকর কোনো কনটেন্টের মাধ্যমে মার্কেটিং করছি না।
লক্ষ্য রাখতে হবে, কাস্টমারদের কাছে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রচারের জন্য নারী মডেল, মিউজিক ইত্যাদি যেসব বিষয় ইসলামে নিষিদ্ধ সেসব বিষয় যেন আমার মার্কেটিংয়ের মধ্যে না থাকে।
হালাল হারাম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি নিচের ওয়েবসাইটটি থেকে বিস্তারিত প্রশ্নটি লিখে উত্তর জেনে নিতে পারবেন একজন অভিজ্ঞ মুফতির কাছে।