Description
ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে আপনি খুব বেশি কাজ না করেই অফুরন্ত টাকা আয় করবেন ঘরে বসে এই ভাবনা থেকে যদি ফ্রিল্যান্সিং-এ আসতে চান তাহলে হয়তো বা আপনি হতাশ হতে পারেন। এখানে অনেক বেশি আয়ের সম্ভাবনা রয়েছে এটি যেমন সত্য, ঠিক তেমনি সঠিকভাবে কাজ না পেলে বা কাজ না করতে পারলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে।
ঠিকভাবে কাজ শিখেই কেবল মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন। কাজ না শিখে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন না। কারণ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি বারবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। একটি অ্যাকাউন্টে কাজ না জানার কারণে ক্লায়েন্টের কাছ থেকে খারাপ ফিডব্যাক চলে এলে সেটি আর প্রোফাইল থেকে মুছতে পারবেন না।
প্রথমে ছোট ছোট কাজ দিয়ে মার্কেটপ্লেসে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করুন। সব সময় চেষ্টা করুন ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়ার। এই জন্য কোনো একটি কাজ পাওয়ার পর খুব দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে কাজটি করে দেওয়ার চেষ্টা করুন। এতে করে ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট হয়ে পজিটিভ ফিডব্যাক প্রদান করবে এবং পরবর্তীতে আরও কাজ দেওয়ার চেষ্টা করবে।
সব সময় নিজের কাজে সৎ থাকার চেষ্টা করুন। সততার সাথে কাজ করে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন।
ভুলেও কখনো মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য ফেইক রিভিউ সংগ্রহ করবেন না। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। মার্কেটপ্লেসে যেকোনো প্রকার অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকুন।
সঠিকভাবে রুটিনমাফিক কাজ করুন। আপনার রুটিনে নতুন কিছু শেখার পেছনে সময় রাখুন। চেষ্টা করবেন খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ে কাজ শুরু করার। তাহলে দিনের অনেকটা সময় আপনি পাবেন কাজ করার জন্য। রাতেও খুব বেশি প্রয়োজন না হলে দেরি করে ঘুমাবেন না।
সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া কমিয়ে দিন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আপনার কর্মঘণ্টার অনেকটা সময় সেখানে নষ্ট হয়। তাই খুব বেশি প্রয়োজন না হলে ফেসবুকে অযথা সময় নষ্ট না করাই হবে বুদ্ধিমানের কাজ।
নিজের সময়কে মূল্য দেওয়া শিখুন। অনেকে অযথা বন্ধুদের সাখে ঘোরাফেরা করে প্রচুর সময় নষ্ট করে থাকে। এভাবে সময় নষ্ট না করে সেই সময়টি নতুন কোনো কাজ শেখা বা জ্ঞান অর্জন করা, ইবাদতে কাটানো হতে পারে সময়ের সর্বোত্তম ব্যবহার।
কাজের ব্যস্ততার কারণে কখনোই নামাজে অবহেলা করা যাবে না। ওয়াক্ত মতো জামাতের সহিত নামাজ আদায় করুন। আজান দেওয়ার সাথে সাথে কাজের ব্যস্ততা কমিয়ে নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন। তা না হলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকবে। সব সময় আল্লাহর কাছে নিজের সফলতার জন্য দোয়া করতে থাকুন। আমাকেও ইনশাআল্লাহ আপনার নেক দোয়ায় শামিল করবেন।
হালাল ইনকামের খোঁজে নিজের প্রাণান্ত চেষ্টাকে অব্যাহত রাখুন।
আল্লাহ আপনার সহায় হোন।
বইটির ভেতরে যে কনটেন্ট রয়েছে তার তালিকা নিচে দেওয়া হলো।
- লেখকের কথা
- আমার হালাল ভাবনা
- আমার ফ্রিল্যান্সিং-এ আসার গল্প
- ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সি কী?
- কোম্পানিগুলো কেনো আউটসোর্সিং করাবে?
- সত্যিকারের ফ্রিল্যান্সার কারা?
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
- ঘণ্টাভিত্তিক কাজ (আওয়ারলি রেটে)
- চুক্তির মাধ্যমে (প্রজেক্ট ভিত্তিক ফিক্সড রেটে)
- সার্ভিস বা গিগ সেল (নির্ধারিত মূল্যে)
- ফ্রিল্যান্সিং পোর্টফোলিও
- কী কী বিষয়ে হালালভাবে ফ্রিল্যান্সিং করা সম্ভব?
- গ্রাফিকস ডিজাইন
- গ্রাফিকস ডিজাইনের কাজ কীভাবে শিখব?
- ডিজিটাল মার্কেটিং
- কনটেন্ট রাইটিং এবং ট্রান্সলেশন
- কীভাবে শিখব লেখালেখি সংক্রান্ত এই কাজগুলো?
- ট্রান্সলেশনের কাজ কী?
- ইউআই / ইউএক্স ডিজাইন
- কীভাবে শিখব ইউআই ডিজাইন?
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়েব ডেভেলপমেন্টে হালালভাবে আয়ের ক্ষেত্রসমূহ
- ওয়েবসাইট ফ্লিপিং
- হালাল ক্যাটাগরির ওয়েবসাইটসমূহ
- অ্যাপ ডেভেলপমেন্ট
- অ্যাপ ডেভেলপমেন্ট শিখে আয় করব কীভাবে?
- ডেটা প্রসেসিং
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সংক্রান্ত কাজগুলোর স্যালারি
- মার্কেট রিসার্চ
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- একটি ওয়েবসাইটের জন্য এসইও কেন গুরুত্বপূর্ণ?
- এসইওর কাজের চাহিদা কেমন মার্কেটপ্লেসে?
- এসইও এর কাজ শেখার কিছু ব্লগ/ ফোরাম
- কাস্টমার কেয়ার
- প্রজেক্ট ম্যানেজমেন্ট
- বিজনেস কনসালট্যান্ট
- অ্যামাজন কিন্ডল / সেলফ পাবলিশিং
- সহজ ভাবে নিজের বই বিজনেস তৈরি
- ৫০টি হালাল লো কন্টেন্ট বইয়ের আইডিয়া
- প্রিন্ট অন ডিমান্ড
- ভিডিও দেখে কাজ শিখতে পারব কিভাবে?
- অনলাইন কোর্স থেকে কাজ শেখা
- কেমন কম্পিউটার লাগবে ফ্রিল্যান্সিং করতে?
- ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি ভালো হবে?
- এনআইডি ছাড়া কি ফ্রিল্যান্সিং করতে পারব?
- কোন কাজটি শেখা উচিত?
- ইংরেজি ভালো না পারলে ফ্রিল্যান্সিং করতে পারব?
- AI ব্যবহার করে ইংরেজি শিখুন
- কোন কাজটি সহজ ও আয় করা যাবে বেশি?
- বাসায় বসে কিভাবে কাজ শিখব?
- কীভাবে বিড করলে সহজে কাজ পাব?
- ফ্রিল্যান্সিং-এর টাকা কীভাবে হাতে পাব?
- মোবাইল ফোনে কি কাজ করতে পারব?
- মার্কেটপ্লেসে কখন বিড করলে কাজ পাওয়া যায়?
- মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যান হয় কেন?
- এইচটিএমএল ও সিএসএস শিখেছি, এখন কী শিখব?
- বিদেশি সাইটে সার্ভের কাজগুলো করা কি হালাল হবে?
- ফ্রিল্যান্সার কি সারা জীবন রাত জেগে কাজ করবে?
- মাদ্রাসা ছাত্ররা কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারে?
- মেয়েরা কি পর্দা মেইনটেইন করে ফ্রিল্যান্সিং করতে পারবে?
- লেখাপড়ার পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করা যায়?
- শেষের কথা
Reviews
There are no reviews yet.