রিফান্ড পলিসি


প্রতিটি কোর্স কেনার পূর্বে এ সম্পর্কিত যাবতীয় তথ্য আগেই জেনে নিন, এবং সম্বব হলে ফ্রি ভিডিও দেখে নিন। কোর্স কেনার পর পরবর্তীতে কোন কারণে যদি আপনি  সিদ্ধান্ত  পরিবর্তন করেন এজন্য আমরা রিফান্ড প্রদান করবো না।


প্রতিটি কোর্স পেজে কোর্সের কন্টেন্ট ডিটেইলস দেয়া আছে, তাই আমরা রিকোয়েস্ট করবো কেনার পূর্বে আপনি আমাদের প্রতিটি কোর্সের কন্টেন্ট ডিটেইলস গুলো ভালো করে চেক করে নেবেন।


আমাদের সমস্ত নীতি, শর্তাবলী এবং শর্তাবলী দেখার জন্য ব্যবহারকারীদের অনুরোধ করছি।


কোর্স  কেনার  ২৪ ঘন্টার পর কোর্সের মূল্য ফেরত দেওয়ার সুযোগ নেই, তবে একজন ব্যবহারকারী রেজিস্ট্রেশনের ২৪ ঘন্টার মধ্যে রিফান্ড দাবি করতে পারেন। তবে এক্ষেত্রে বাতিল করার আগে ব্যবহারকারীকে বাতিলের কারণ সম্পর্কে ব্যাখ্যা করে আমাদের জানান এই ইমেইল এ – [email protected] জানাতে হবে।

ডিসকাউন্ট কোর্সের জন্য রিফান্ড করা হয় না।


অফলাইন কোর্সের কোন ব্যাচে জয়েন বা সিট বুকিং করার জন্য যদি কোন পেমেন্ট করেন তাহলে পেমেন্ট করার পর কোন রকমের রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়। আপনি যে ব্যাচে জয়েন করবেন যদি ঐ ব্যাচ নির্ধারিত সময়ে আমাদের কোন সমস্যার কারনে ক্লাস শুরু না হয় সেক্ষেত্রে আপনি রিফান্ড নিতে চাইলে নিতে পারবেন।

আমরা সাইটে বর্ণিত সমস্ত শর্তাবলী এবং নীতিগুলি পড়ার এবং স্বীকার করার অনুরোধ করছি I 

Shopping Cart
Scroll to Top