ফ্রিল্যান্সিং

প্রোডাক্ট ফটোগ্রাফি কি? প্রোডাক্ট ইমেজ এডিট করে ফ্রিল্যান্সিং

Less than a minute to read
avatar
সুন্নাহ আইটি ইন্সটিটিউট
প্রোডাক্ট ফটোগ্রাফি কি? প্রোডাক্ট ফটোগ্রাফি করে ফ্রিল্যান্সিং

আপনি কি প্রোডাক্ট ফটোগ্রাফি করে  ফ্রিল্যান্সিং করতে চান? বর্তমান  ফ্রিল্যান্সিং সেক্টরে দেশে এবং বিদেশে  প্রোডাক্ট ফটোগ্রাফির ব্যাপক চাহিদা রয়েছে। কেননা প্রযুক্তি নির্ভর যুগে মানুষ সবকিছু হাতের মুঠোয় পেতে পছন্দ করে। তাই কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন সবকিছুই এখন অনলাইন  নির্ভর হয়ে পড়ছে। অনলাইনে যেহেতু কাস্টমার প্রোডাক্টটি হাতে ধরে দেখার সুযোগ পান না তাই প্রোডাক্টের ছবিই এ ক্ষেত্রে মুল ভুমিকা রাখে। আর এসব প্রোডাক্টের ছবি তোলার প্রক্রিয়াই হলো প্রোডাক্ট ফটোগ্রাফি।তবে ছবি তোলা এবং প্রোডাক্ট ফটোগ্রাফি সেইম জিনিস নয়।শখের বসে অনেকেই ছবি তুলতে পারে কিন্তু  সেটাকে  ফটোগ্রাফি বলা যায় না। কেননা প্রোডাক্ট ফটোগ্রাফির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে।প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হলে আপনাকে দক্ষ হতে হবে এ ভালোবাসাবং অর্জন করতে হবে কিছু কৌশল।

তাই এই আর্টিকেলে আমরা আপনাদের সুবিধার্থে প্রোডাক্ট ফটোগ্রাফি এবং এ সম্পর্কিত ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা সম্পর্কে  প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরব।  

প্রোডাক্ট ফটোগ্রাফি সম্পর্কে পরিচিতি  

প্রোডাক্ট ফটোগ্রাফি হলো কোনো পণ্যের ছবি তোলার প্রক্রিয়া, যাতে প্রোডাক্টটির উচ্চাকাঙ্খিত বৈশিষ্ট্যগুলি সুস্পষ্টভাবে দেখা যায়। এটি ব্যবসার উদ্দেশ্যে বা ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হতে পারে। এটি অনলাইন এবং অফলাইন উভয় সেক্টরের জন্যই গুরুত্বপূর্ণ।

সাধারণত প্রোডাক্ট ফটোগ্রাফি একটি শিল্প যার মাধ্যমে কোন প্রোডাক্টকে আকর্ষণীয়ভাবে প্রদর্শন এবং কাস্টমারদেরকে তা কেনার জন্য প্ররোচিত করা হয়। এর মাধ্যমে সঠিকভাবে  প্রোডাক্টের  বৈশিষ্ট্য, রং, আকার এবং অন্যান্য  বিষয় প্রদর্শন করা হয়। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে হয় এবং বিভিন্ন মাধ্যমে প্রোডাক্টের মার্কেটিং করতে ব্যবহৃত হয়। যেমনঃ অনলাইন শপিং ওয়েবসাইটের বিভিন্ন ব্যানার,বিজ্ঞাপন ইত্যাদি।

প্রোডাক্ট ফটোগ্রাফি করে ফ্রিল্যান্সিং

কথায় আছে, “প্রথমে দর্শনধারী,পরে গুন বিচারী।”
ক্রেতা আকৃষ্ট হলেই পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধি পাবে। ই কমার্স সেক্টরে ক্রেতা সরাসরি পণ্য দেখার সুযোগ পায় না। আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে যে ছবিটি দিয়েছেন ক্রেতা কেবলমাত্র সেই ছবিটি দেখার সুযোগ পায় ।

“একটা ভালো ছবি শত শব্দের কন্টেন্টের চেয়েও কার্যকর।”
সুতরাং সুন্দর ছবি দিলে ক্রেতা  খুব সহজেই বুঝতে পারবে, পণ্যটি কিরকম।অর্থাৎ কোনো প্রোডাক্টের গুণগত মান বোঝার জন্য অনেক বড় কন্টেন্টের থেকে একটি ভালো ছবি বেশি গুরুত্বপুর্ণ।

 প্রডাক্ট ফটোগ্রাফি সংক্রান্ত ফ্রিল্যান্সিং করার জন্য আপনি দুই ভাবে কাজটি করতে পারেন :

  •  লোকাল ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে
  •  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেক্সে প্রোডাক্ট ফটোগ্রাফি এডিট করার মাধ্যমে

লোকাল ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে

ফ্রিল্যান্সিং সেক্টরে প্রোডাক্ট ফটোগ্রাফির মাধ্যমে অনেক বেশি ইনকাম করা যায়। তবে এক্ষেত্রে সর্বপ্রথম একজন ভালো মানের ফটোগ্রাফার হতে হবে । আপনার পিকচার কোয়ালিটি যত ভালো হবে আপনার কাজ পাওয়া তত সহজ হবে।

প্রোডাক্ট ফটোগ্রাফি সংক্রান্ত কাজ করতে গেলে যেহেতু সরাসরি প্রোডাক্ট এর ছবি তুলতে হবে, এ কারণে কাজটি রিমোট জবের মাধ্যমে করাটা কঠিন। কারণ আপনাকে সরাসরি গিয়ে প্রোডাক্ট এর ছবি উঠাতে হবে। এক্ষেত্রে লোকাল জবের সুযোগ রয়েছে। নামিদামি বিভিন্ন কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের প্রচার এবং প্রমোশনের জন্য প্রোডাক্ট ফটোগ্রাফার নিয়োগ দিয়ে থাকে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেক্সে প্রোডাক্ট ফটোগ্রাফি এডিট করার মাধ্যমে

আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে প্রোডাক্ট ফটোগ্রাফাররা যে ধরনের ছবি ওঠায় সেগুলোকে এডিট করার কাজ গুলো করতে পারবেন। সাধারণত ই-কমার্স স্টোর গুলোতে সাদা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে প্রোডাক্ট এর ছবির প্রয়োজন হয়, এ কাজগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অনেকে করিয়ে নিয়ে থাকে। এ ধরনের অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি কাজগুলো করতে পারেন। যেমন : upwork, fiverr, freelancer.com ইত্যাদি

প্রোডাক্ট ফটোগ্রাফি
আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে নেওয়া একটি জব পোস্ট

উপরের জব পোস্টটিতে বায়ার একজন কে খুঁজছেন যিনি তার ই কমার্স স্টোর টির জন্য infographic এবং প্রোডাক্ট ইমেজ তৈরি করে দিবে। এ কাজটি করতে চাইলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন স্কিল এর প্রয়োজন হবে। মার্কেটপ্লেসে ধরনের অনেক কাজ পাওয়া যায়।

jewelry image edit
আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে নেওয়া একটি জব পোস্ট

উপরের এই জব পোস্টটিতে জুয়েলারি সংক্রান্ত ছবির এডিটিং করার কাজ পোস্ট করা হয়েছে। আপনার যদি প্রোডাক্ট ফটো এডিটিং এর পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে এ ধরনের কাজ খুবই সহজ এবং হালাল ভাবে আয় করা সম্ভব এ ধরনের প্রোডাক্ট ইমেজ এডিটিং এর কাজ করে। কারণ এখানে আপনি মডেলদের ছবি ছাড়া শুধু প্রোডাক্ট এর ছবির উপর কাজ করবেন।

 অন্যান্য যেকোন ক্যাটাগরির চাইতে ইমেজ এডিটিং সংক্রান্ত এই কাজগুলো যথেষ্ট সহজ। তবে সবাই হালাল-হারাম বাছবিচার করে কাজ করে না, আমার অনুরোধ থাকবে আপনি যখন কোন একটি কাজ সংক্রান্ত অর্ডার পাবেন তখন অবশ্যই প্রথমেই দেখে নিবেন সে কাজটিতে হালাল ভাবে ইনকামের সম্ভাবনা রয়েছে কিনা। কারণ আপনি যদি মেয়েদের ছবি, বিভিন্ন ধরনের ফ্যাশন মডেল দের ছবি নিয়ে কাজ করেন তাহলে সেটি হালাল হবে না। এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে।


avatar
সুন্নাহ আইটি ইন্সটিটিউট