সুন্নাহ আইটি ইনস্টিটিউটের যেকোন কোর্স এক্সেস করার জন্য আপনার একটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সাধারণত আপনি যখন এখানে কোন কোর্স অর্ডার করবেন তখনই আপনার ইমেইলে একটা একাউন্ট তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আপনি দুই পদ্ধতিতে আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন।
০১) প্রথম পদ্ধতি (Gmail একাউন্ট এর মাধ্যমে)
আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সুন্নাহ আইটি ইনস্টিটিউট এর ওয়েবসাইটে কোর্স অর্ডার করে থাকেন। তাহলে আপনি খুব সহজেই ওয়েবসাইটে লগইন করতে পারবেন।
০১.১) এক্ষেত্রে প্রথমে https://sunnahit.com/login/ এই লিংকটিতে ভিজিট করুন
০১.২) আপনি সেখানে আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করার জন্য একটি বাটন দেখতে পাবেন। সেই বাটনটিতে সরাসরি ক্লিক করুন। এখানে আপনাকে ফর্মটির মধ্যে কোনো ইউজারনেম, পাসওয়ার্ড দিতে হবে না। সরাসরি আপনি গুগুল এর বাটনটিতে (নিচের ছবির মতো) ক্লিক করবেন, তাহলেই অটোমেটিক লগইন হবে।
০১.৩) এবার আপনার যদি আগে থেকে ব্রাউজারে জিমেইল একাউন্ট লগইন করা থাকে তাহলে শুধুমাত্র আপনার সেই ইমেইলটি সিলেক্ট করলেই চলবে, অন্যথায় আপনাকে আপনার জিমেইল একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পূরণ করে দিলেই ওয়েব সাইটে লগইন হয়ে যাবে।
০২) দ্বিতীয় পদ্ধতি (পাসওয়ার্ড সেট করার মাধ্যমে)
সুন্নাহ আইটি ইনস্টিটিউটে আপনি যখন কোনো কোর্স অর্ডার করবেন তখন আপনার একটি অ্যাকাউন্ট অটোমেটিকভাবে তৈরি হবে। এখন আপনার অ্যাকাউন্ট এক্সেস করার জন্য একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড লাগবে।
০২.১) অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে ইমেইল চেক করুন
প্রথমবার কোনো কোর্স অর্ডার করার পর আপনার ইমেইলে একটি লিংক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিংকটিতে ক্লিক করলে আপনি নিজের মতো করে পাসওয়ার্ড সেট করতে পারবেন।
উপরের ছবির মত মেইল দেখতে পাবেন। এখানে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন বাটনটিতে ক্লিক করলেই নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড সেট করে নিবেন।
০২.২) নতুন পাসওয়ার্ডটি লিখুন নিজের ইচ্ছেমতো
এখানে আপনি পছন্দ মত একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন যা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে লগইন ( https://sunnahit.com/login/ ) করার ক্ষেত্রে কাজে লাগবে।পাসওয়ার্ডটি খুব সতর্কতার সাথে সংরক্ষণ করবেন।
মনে রাখবেন আপনি যে পাসওয়ার্ডটি পরিবর্তন করছেন এটি আপনার ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন নয়, এটি কেবলমাত্র সুন্নাহ আইটি ইনস্টিটিউট এর ওয়েবসাইটে লগইন করার পাসওয়ার্ড।
পাসওয়ার্ডটি সফল ভাবে পরিবর্তন হলে আপনি Your password has been reset successfully এই লেখাটি দেখতে পাবেন। এবার আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটি ভালোভাবে সংরক্ষণ করুন।
০২.৩) ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
সুন্নাহ আইটি ইন্সটিটিউটে কোর্স এক্সেস করতে হলে প্রথমেই লগইন করতে হবে। লগইন করার জন্য লিংক : https://sunnahit.com/login/
লগইন পেজে এসে আপনি ইমেইল এড্রেসটি (যেটি আপনি কোর্স অর্ডার করার সময় ব্যবহার করেছিলেন) তা টাইপ করবেন। এবং পাসওয়ার্ড অপশনে আপনার আগে সেট করে নেওয়া পাসওয়ার্ডটি দিবেন। মনে রাখবেন এখানে যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেটি আপনার ইমেইলের পাসওয়ার্ড নয়। এই পাসওয়ার্ডটি কেবলই সুন্নাহ আইটি ইনস্টিটিউটের একাউন্টে লগইন করার পাসওয়ার্ড যা আপনি প্রথমেই সেট করে নিয়েছেন।
Sign In বাটনে ক্লিক করুন। বাটনটিতে ক্লিক করার আগে Keep me signed in অপশনটি টিক দিয়ে নিবেন, তাহলে আপনাকে বারবার লগইন করতে হবে না। আপনার ব্রাউজারে পাসওয়ার্ডটি সংরক্ষণ করা থাকবে এবং ভবিষ্যতে সুন্নাহ আইটি ইনস্টিটিউট এর ওয়েব সাইটে ঢুকলে অটোমেটিক লগইন হয়ে যাবে।
একাউন্টে লগইন করার পর ভিডিও এক্সেস করার নিয়ম
অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে যান এবং Enrolled Courses অপশনটিতে ক্লিক করুন
আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে সুন্নাহ আইটি ইনস্টিটিউটের একাউন্টে লগইন করেন তাহলে নিচের ছবির মত ড্যাশবোর্ড দেখতে পাবেন। যেখানে আপনি যতগুলো কোর্স নিয়েছেন তার সংখ্যা দেখাবে। এবার বাম পাশের অপশন গুলো থেকে Enrolled Courses এ ক্লিক করুন
আপনি যদি মোবাইল দিয়ে লগইন করেন তাহলে একটু ভিন্ন রকম ড্যাশবোর্ড ডিজাইন দেখতে পাবেন।
- মোবাইল দিয়ে লগইন করলে Enrolled Courses অপশনটি প্রথমেই দেখতে পাবেন না। প্রথমে আপনাকে ড্যাশবোর্ডের মেনু থেকে অপশনটি ওপেন করতে হবে।
- মোবাইল দিয়ে লগইন করলে ড্যাশবোর্ড পেজে Menu নামে একটি অপশন দেখতে পাবেন। এবার Menu তে ক্লিক করুন।
- মেনুতে ক্লিক করার পর বেশ কিছু অপশন দেখতে পাবেন, সেখান থেকে Enrolled Courses নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন, তাহলে আপনি যে কোর্সটি নিয়েছেন সেই কোর্সটির নাম সেখানে দেখতে পাবেন।
কোর্সটির নামের উপর ক্লিক করুন
আপনি Enrolled Courses এ ক্লিক করার পর যে যে কোর্সে আপনি যুক্ত আছেন, সেই কোর্সগুলোর লিস্ট দেখতে পাবেন। আপনার যদি একাধিক কোর্স কেনা থাকে তাহলে সবগুলো সেখানে দেখাবে। এবার সেখান থেকে যে কোর্সটি আপনি দেখতে চান সেই কোর্সের নামের উপর ক্লিক করুন।
কোর্স সম্পর্কিত সকল তথ্যগুলো দেখুন
এবার আপনি যে কোর্স টি Enroll করেছেন সেটিতে ক্লিক করার পর সেই কোর্স সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। এখান থেকে Start Learning বাটনটিতে ক্লিক করলেই আপনি কোর্সের ভিডিও দেখা শুরু করতে পারবেন।
ধারাবাহিকভাবে লেসন গুলো দেখুন এবং কমপ্লিট হলে লেসনটি কমপ্লিট হিসেবে মার্ক করুন
এবার আপনি এই কোর্সের সবগুলো লেসন দেখতে পাবেন। লেসন লিস্ট থেকে ধারাবাহিকভাবে একটি করে লেসন শেষ করুন। একটি লেসন দেখা শেষ হলে অবশ্যই ভিডিওটি নিচে থাকা লেসনটি কমপ্লিট হিসেবে মার্ক করুন বাটনটিতে ক্লিক করবেন। তা না হলে পরের ভিডিও দেখতে পারবেন না।
এবার আপনি আপনার পছন্দমত সময় সুযোগ করে নিয়মিতভাবে ভিডিও গুলো দেখতে থাকুন। কোর্স টি করার মাধ্যমে উপকৃত হতে চাইলে অবশ্যই নিয়মিত ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে।
কোর্সটি ভালো লাগলে অবশ্যই রিভিউ আকারে পাবলিশ করবেন।