সুন্নাহ আইটি ইনস্টিটিউটের কোর্সগুলোতে কি কি সুবিধা পাওয়া যাবে?

  • প্রতিটি লেসনের ওপর ভিডিও থাকছে যা আপনি নিজের সময় মত দেখে নিতে পারবেন।
  • সপ্তাহের শেখা বিষয়গুলো নিয়ে সরাসরি মেন্টরের সাথে লাইভ ক্লাসের সুযোগ।
  • কোর্সটিতে ভিডিওর পাশাপাশি কুইজ পরীক্ষা থাকবে।
  • কোর্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে অ্যাসাইনমেন্ট থাকবে, যা প্রস্তুত করে জমা দিতে হবে।
  • সকল শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাই পরীক্ষা থাকবে, যার ফলাফলের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পুরস্কার বা অফার দেওয়া হবে। 
  • প্রয়োজন অনুযায়ী সাপোর্ট প্রদান করা হবে, বিশেষ প্রয়োজনে লাইভ সাপোর্ট থাকবে।
  • ফেসবুক গ্রুপ সাপোর্ট সুবিধা থাকবে।
  • অন ডিমান্ড টপিক নিয়ে ভিডিও দেয়া হবে  অর্থাৎ যে বিষয় নিয়ে ভিডিও লেসন নেই কিন্তু আপনার সেই টপিকটি নিয়ে জানার আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে আমরা ওই টপিকটি লেসনে যুক্ত করে দিব যদি তা কোর্সের সাথে প্রাসঙ্গিক হয়।
  • মেন্টরের সাথে সরাসরি লাইভ চ্যাট করার জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে।

ক্লাসগুলো কি লাইভ হবে নাকি রেকর্ডেড ভিডিও?

সুন্নাহ আইটি ইনস্টিটিউট এর চলমান কোর্স গুলোর ক্লাস রেকর্ড ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে ভিডিওগুলো আপনি আপনার সময় মতো যখন খুশি তখন দেখতে পারবেন। ভিডিও দেখতে গিয়ে যখন আপনার কোন সমস্যা তৈরি হবে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য সাপ্তাহিক লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। 

অর্থাৎ রেকর্ডেড এবং লাইভ ক্লাসের সমন্বয়ে এই কোর্সটি চলবে। যাতে করে  ভিডিও লেসন গুলো দেখে যে কোন প্রশ্ন থাকলে তা আপনি লাইভ ক্লাসে সমাধান নিতে পারেন।

এখানে একজন স্টুডেন্ট সারা সপ্তাহে যে ভিডিও গুলো দেখবে এবং প্র্যাকটিস করবে তার ওপর প্রশ্ন করতে পারবে লাইভ ক্লাসে।

লাইভ ক্লাসের পাশাপাশি সাপোর্টের ব্যবস্থা কি থাকবে?

যারা ফ্রিল্যান্সিং করতে চান এবং বিভিন্ন জায়গায় কোর্স করেন এই সমস্যাটায় প্রায়শই পড়েন সঠিক সময়ে সঠিকভাবে সাপোর্ট পান না। আপনি যখন একটা সমস্যায় পড়বেন সমাধানটা যত দ্রুত পাবেন আপনার সময় তত বাঁচবে এবং শেখার আগ্রহটা থাকবে। এজন্য আমাদের ফেসবুক গ্রুপে তাৎক্ষণিকভাবে যেকোনো ইস্যু নিয়ে পোস্ট করা যাবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তা সমাধান করার চেষ্টা করব। এক্ষেত্রে যদি প্রয়োজন হয় Anydesk, Team Viewer  ইত্যাদি রিমোট সফটওয়্যার এর মাধ্যমে আপনার কম্পিউটারে ঢুকে সমস্যার সমাধান করে দিব।

আমরা কত দিন ভিডিও এক্সেস ও সাপোর্ট পাবো?

সুন্নাহ আইটি ইনস্টিটিউট এর প্রতিটি কোর্সের মেয়াদকাল তিন বছর। আপনি এখন যে কোর্সটি তে ভর্তি হবেন আগামী তিন বছরের মধ্যে আপনাকে এটি শেষ করতে হবে। আমরা মনে করি কেউ একজন যদি তিন বছরের মধ্যেও একটি কোর্স শেষ না করতে পারে তাহলে সেই কোর্সে ভর্তি হওয়া উচিত না। ব্যক্তিগত সমস্যার কারণে কেউ একজন যখন কোর্স ভিডিও শেষ করতে দেরি করবে  তখন তার জন্য পুরো তিন বছর সাপোর্ট দেওয়াটা সম্ভব হবে না। এজন্য আমরা প্রতিটি কোর্সের জন্য প্রাইমারি সাপোর্ট পিরিয়ড রাখছি দুইটি ব্যাচের সমান সময়। অর্থাৎ আপনি এক ব্যাচে কন্টিনিউ না করতে পারলে পরবর্তী ব্যাচে আবারো শিখতে পারবেন।  এরপরও বিশেষ কারণবশত যদি আপনার এক্সট্রা সাপোর্ট দরকার হয় আমরা সেটা দিব।  আমরা আপনাকে লাইফ টাইম সাপোর্টের গ্যারান্টি দিচ্ছি না কারণ এটি বাস্তব সম্মত কোন কথা নয়, আমরা যা বলব তার চাইতে বেশি দিতে চাই। কিন্তু অনেক বেশি বলে কম দেওয়ার পক্ষপাতি আমরা নই। 

একজন শিক্ষার্থী অনেক আশা নিয়ে একটি কোর্সে ভর্তি হয়, আমরা চাই প্রতিটি স্টুডেন্ট সঠিকভাবে সাপোর্ট নিয়ে এগিয়ে যাক।   এ ব্যাপারে দৃঢ় আমাদের অঙ্গীকার থাকবে

এখানে কোর্স করলে ইনকামের গ্যারান্টি পাব কিনা?

আমরা আমাদের কোন কোর্সেই ইনকামের কোন গ্যারান্টি দিতে পারি না। কারণ  যেনো তেনো ভাবে হালাল-হারাম বাছ বিচার না করে ইনকাম করাটা আমাদের লক্ষ্য নয়।  আমরা যেহেতু হালাল ভাবে ইনকাম করতে চাই এজন্য এক্ষেত্রে সময় নিয়ে ভালোভাবে কাজ শিখতে হবে। যারা শেষ পর্যন্ত সময় দিবে এবং সঠিকভাবে কাজ শিখবে তারা অবশ্যই ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। এবং সে পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাবো। 

অন্য প্রতিষ্ঠান ইনকাম এর গ্যারান্টি দিলে আপনারা পারবেন না কেন?

কারণ অন্য প্রতিষ্ঠানগুলো হয়তোবা হালাল-হারাম বাছ বিচার করে না এবং তারা ইনকামের গ্যারান্টি দিতে পারে। আমরা কাজ শেখানোর ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। আর একজন শিক্ষার্থী কাজ শিখলে অবশ্যই ইনকাম করবে এটিই বাস্তব সত্য।