ডিজিটাল মার্কেটিং

ওয়ার্ডপ্রেসে Google Tag Manager ইন্সটল করার সঠিক নিয়ম

1 min read
avatar
সুন্নাহ আইটি ইন্সটিটিউট
google tag manager for wordpress

Google Tag Manager যাকে সংক্ষেপে GTM বলে, এটি একটি শক্তিশালী এবং প্রয়োজনীয় টুল। এটি গুগলের একটি ফ্রি সার্ভিস। ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ট্র্যাকিং এবং মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন অ্যানালাইসিসের জন্য এটি ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটকে সফলভাবে পরিচালনা করার জন্য ওয়েবসাইটের বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। কারণ আপনি যদি সঠিকভাবে ডাটা এনালাইসিস না করেন তাহলে বুঝতে পারবেন না ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি? ট্রাফিক কোথা থেকে আসছে, ট্রাফিকের ধরন কেমন ইত্যাদি। এজন্য একটি নতুন ওয়েবসাইটে শুরুতেই Google Analytics, Facebook Pixel ইন্সটল করে নিতে হয়।

এসব ট্র্যাকিং টুল ওয়েবসাইটে ইন্সটল করার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইটে যুক্ত করার প্রয়োজন পড়ে। কিন্তু এটি একটি ঝামেলা পূর্ন কাজ। কারণ প্রত্যেকটি ট্র্যাকিং কোড আপনাকে আলাদা আলাদা ওয়েবসাইটে যুক্ত করে রাখার জন্য বারবার ওয়েবসাইট এডিট করতে হবে। এবং প্রতিবার কোনো সামান্য চেঞ্জ আনতে চাইলেই ওয়েবসাইটের কোড মডিফাই করতে হবে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য এবং সকল ট্র্যাকিং কোডকে এক জায়গায় রাখার জন্য গুগল ট্যাগ ম্যানেজার Google Tag Manager (GTM) ব্যবহার করা হয়।

মূলত যে কারণে গুগল ট্যাগ ম্যানেজার Google Tag Manager (GTM) ব্যবহার করা হয় তা হল:

  • সহজ ভাবে ট্র্যাকিং কোড গুলো কে ম্যানেজ করা
  • কোডিং না জানা থাকার ফলে ওয়েবসাইটে কোড লেখার ঝামেলা থেকে বাঁচা
  • সব ধরনের ট্র্যাকিং কোডকে এক জায়গায় রাখা
  • কোন সমস্যা হলে তার সহজে খুঁজে বের করা বা ডিবাগিং করার সুবিধা
  • বারবার ডেভেলপারের সহযোগিতা ছাড়াই কাজ করা
  • GTM ব্যবহার করলে ওয়েবসাইটের স্পিড ঠিক থাকে

এবার দেখা যাক কিভাবে আমরা আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার Google Tag Manager (GTM) ইন্সটল করতে পারি।

Google Tag Manager (GTM) একটু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন্সটল করার জন্য দুইটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে Google Tag Manager (GTM) এ একটি একাউন্ট তৈরি করতে হবে এবং সেটআপ করে নিতে হবে এরপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটি ইন্সটল করতে হবে।

গুগল ট্যাগ ম্যানেজার Google Tag Manager (GTM) অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

  • প্রথমে আপনাকে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য ভিজিট করুন tagmanager.google.com
  • নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য Create Account বাটনটিতে ক্লিক করুন।
  • এখানে আপনি আপনার একাউন্টের জন্য যে কোন একটি নাম দিবেন Account Name এর জায়গায়। এবং Country অপশনটিতে Bangladesh দিবেন। এবার Container Name এর জায়গায় আপনার Domain নামটি লিখবেন। আপনি যে ওয়েবসাইটটিতে গুগল ট্যাগ ম্যানেজার ইন্সটল করবেন সেই ওয়েবসাইট বা ডোমেইনের নামটি সেখানে দিতে হবে।
  • এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন প্লাটফর্মের জন্য গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) ব্যবহার করবেন। যেহেতু আমরা এটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছি এ জন্য Web সিলেক্ট করতে হবে।
  • এবার সর্বশেষ অপশন Create বাটনে ক্লিক করতে হবে।
  • বাটনটিতে ক্লিক করার পর  টার্মস এন্ড কন্ডিশন অপশনটি আসবে এবং সেখানে আপনি Yes বাটনে ক্লিক করবেন। আমরা সাধারণত এসব কন্ডিশন পড়ে দেখিনা, আপনার যদি সময় থাকে তাহলে সেটি অবশ্যই পড়ে দেখতে পারেন। কিছুক্ষণের মধ্যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে এবং আপনি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে একটি কোড উইন্ডো ওপেন হবে যা ওয়েবসাইটে ইন্সটল করতে হবে।

এভাবে আপনার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) যুক্ত করার জন্য প্রথম ধাপটি সম্পন্ন হয়ে গেল।

ওয়ার্ডপ্রেস সাইটে গুগল ট্যাগ ম্যানেজার Google Tag Manager (GTM) যুক্ত করার নিয়ম

এখন দ্বিতীয় ধাপে আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে ট্যাগ ম্যানেজার যুক্ত করতে হবে। এ কাজটি দুইভাবে করা যায় ০১) প্লাগিন এর মাধ্যমে এক্ষেত্রে কোন কোডিং এর প্রয়োজন নেই। ০২) ম্যানুয়ালি কোড থিমের ভেতর বসিয়ে।

আমি ব্যক্তিগতভাবে প্লাগিন ব্যবহার করেই কাজটি করে থাকি কারণ এখানে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। তবে হ্যাঁ আপনি যদি চান ওয়েবসাইটের কোড এডিট করেও সহজে কাজটি করতে পারেন। আমি দুই বিষয়টি এখানে উল্লেখ করছি।

প্লাগিনের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার কোড যুক্ত করার নিয়ম

গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) ওয়ার্ডপ্রেসে ব্যবহার করার জন্য অনেকগুলো প্লাগিন রয়েছে। এর মধ্যে GTM4WP – A Google Tag Manager (GTM) plugin for WordPress By Thomas Geiger বেশি জনপ্রিয়

সঠিকভাবে ওয়ার্ডপ্রেসে Google Tag Manager (GTM)  ইন্সটল করার নিয়ম
  • এজন্য প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন
  • এবার Plugins অপশন থেকে Add New বাটনটিতে ক্লিক করে প্লাগ ইন সার্চ করবেন GTM4WP লিখে।
  • প্লাগিনটি খুঁজে পাওয়ার পর সেটিকে ইন্সটল এবং এক্টিভ করতে হবে।
  • প্লাগিনটি একটিভ করার পর সেটিংস থেকে প্লাগিন এর অপশন পেজে যেতে হবে। এবার সেখানে আপনি Google Tag Manager ID নামে একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনাকে আপনার নিজস্ব Tag Manager ID দিতে হবে। এজন্য আপনাকে  ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দিতে লগইন করতে হবে এবং সেখানে আপনি GTM- দিয়ে শুরু একটি কোড বা নাম্বার দেখতে পাবেন।
  • গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) অ্যাকাউন্ট থেকে Google Tag Manager ID নিয়ে প্লাগিনের সেটিংস পেজে Paste করে দিয়ে Save changes বাটনটিতে ক্লিক করতে হবে।
  • এবার আপনি প্লাগিনের সবগুলো সেটিংস চেক করে দেখবেন এবং যে অপশন গুলো আপনি অন রাখতে চান সেগুলো টিক চিহ্ন দিবেন। যেমন Bacis data অপশন থেকে Post এর জন্য Post author name, Post title, Post ID টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। Bacis data > Visitors থেকে Logged in status, Logged in user ID, Logged in user email টিক চিহ্ন দিবেন। তবে আপনি প্রয়োজনীয় সকল অপশন টিক চিহ্ন দিবেন।

ম্যানুয়াল মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার কোড যুক্ত করার নিয়ম

আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন সেখানে দুইটি কোড দিয়েছি। এর একটি <head> ট্যাগ এর পরে <body> ট্যাগ এর পরে অথবা </body> এর আগে বসাতে হবে।

  • এজন্য প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করুন।
  • Appearance > Theme File Editor এ যান
  • header.php ফাইলে Google Tag Manager এর প্রথম কোডটি <head> ট্যাগের ঠিক পরে কোডটি ভালভাবে Paste করুন। এখানে সতর্কতার সাথে খেয়াল রাখবেন যেন কোনো কোড মুছে না যায়। ফাইলটি সেভ করুন।
  • footer.php ফাইলে দ্বিতীয় কোডটি </body> ট্যাগের ঠিক পরে Paste করুন। ফাইলটি সেভ করুন।

এবার আপনার ওয়েব সাইটটি গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) ব্যবহারের উপযুক্ত হয়ে গেল। এখন থেকে আপনি আপনার ওয়েবসাইটকে ট্রাকিং করতে পারবেন। তবে এজন্য আপনাকে Facebook Meta Pixel ও Google Analytics ব্যবহার করতে হবে। আমরা পরের আর্টিকেলটিতে দেখব কিভাবে Facebook Meta Pixel একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার (Google Tag Manager) এর সাহায্যে যুক্ত করা যায়।

গুগল ট্যাগ ম্যানেজার সংক্রান্ত কাজগুলো শেখার জন্য সুন্নাহ আইটি ইন্সটিটিউটের ডিজিটাল মার্কেটিং কোর্স টিতে ভর্তি হতে পারেন


avatar
সুন্নাহ আইটি ইন্সটিটিউট