ফ্রিল্যান্সিং কাজের সাথে যারা জড়িত তারাই সত্যিকারের ফ্রিল্যান্সার; যারা ঘরে বসে অনলাইনে কাজ করে তারা হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সার, আর যারা ঘরের বাইরে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজে যুক্ত তারা হচ্ছে অফলাইন ফ্রিল্যান্সার।
এই দুই শ্রেনীর বাইরে আরেক শ্রেণীর ফ্রিল্যান্সার আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। য়ারা নামের আগে বা পরে ফ্রিল্যান্সার টাইটেল লাগিয়ে ঘোরাফেরা করে। তাদের অনেকের মার্কেটপ্লেসের প্রোফাইলে খুব সামান্যই কাজের রেকর্ড আছে। একটা দুইটা কাজ করেই ফ্রিল্যান্সার টাইটেল নিয়ে ঘুরছে। এসব নামসর্বস্ব ফ্রিল্যান্সারদের অন্তত আমি ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে ফেলতে চাচ্ছি না। এসব অমুক-তমুক ফ্রিল্যান্সার ভাইদের কর্মকান্ড দেখে আমরাও ঝাঁপিয়ে পড়ছি মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে, আর হালাল-হারামের বাছবিচার করার সময় তো আমাদের নেই ই । যেখানে কাজ শেখার ই সময় নেই। শুধু হাজার হাজার ডলার ইনকাম করতে হবে এটিই হচ্ছে শেষ কথা।
বাস্তবে কি হালালভাবে ডলার ইনকাম করা এতটাই সহজ যা আপনি ভাবছেন?
আপনি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করলেই ক্লায়েন্ট আপনার একাউন্টে হাজার হাজার ডলার লোড করে দিবে না। কোন একটি মার্কেটপ্লেসে আপনি একক কোন ফ্রিল্যান্সার ও নন, এখানে বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে। একই কাজের জন্য আপনি বাংলাদেশ থেকে বিড করছেন, আরো কয়েকজন ইন্ডিয়া থেকে বিড করছে, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ইত্যাদি নানা দেশ থেকে ফ্রিল্যান্সাররা একই কাজের জন্য বিড করছে। ক্লায়েন্ট নিশ্চয়ই শুধুমাত্র চেহারা দেখে কাউকে কাজ দিবে না!
এজন্য একজন সত্যিকারের ফ্রিল্যান্সার হতে চাইলে শুরুতেই কাজ শেখার পেছনের মনোনিবেশ করতে হবে। আপনি যখন খুব ভালো কাজ জানবেন কেবলমাত্র তখনই মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ফ্রিল্যান্সিং সংক্রান্ত আপনি হয়তো অনেক বই-পুস্তক পড়ে থাকতে পারেন, যেখানে শুধুমাত্র মার্কেটপ্লেসে কিভাবে একাউন্ট করা যায়, মার্কেটপ্লেস এ কি কি কাজ আছে এইসব বিষয়গুলো নিয়েই দায়সারা ভাবে কিছু লেখা থাকে। এই বইতে আপনি এরকম কিছুই পাবেননা যেখানে আমি শুধু দেখাবো মার্কেটপ্লেসে একাউন্ট তৈরির কলাকৌশল। একজন ফ্রিল্যান্সার যখন নিজেকে কাজ করার মত যোগ্যতা সম্পন্ন মনে করবে তখন সে নিজেই যেকোনো মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করতে পারবে এবং কাজ খুঁজে নিতে পারবে ইনশাআল্লাহ।
আর সত্যিকারের এসব ফ্রিল্যান্সার খুঁজে পেতে চাইলে ফেসবুকে বা ইউটিউবে নয় আপনাকে খুঁজতে হবে মার্কেটপ্লেস এ গিয়ে। সেখানে সারা বিশ্বের ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে এবং আপনি চাইলেই যে কারো প্রোফাইল দেখে ধারণা নিতে পারেন তারা কি ধরনের কাজ করছে, কেমন আয় করছে ইত্যাদি ইত্যাদি।
আমরা অনেক সময় উল্টো কাজটি করে বসি। মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের প্রোফাইল না দেখে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট দেখে ফ্রিল্যান্সার বড় ভাই খোঁজার চেষ্টা করি। কেউ কেউ এই সুযোগে বিভিন্ন ধরনের কোর্স অফার করে টাকা হাতিয়ে নিচ্ছে। কিছু নামসর্বস্ব কোম্পানি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সংক্রান্ত চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনেককেই প্রলুব্ধ করছে । না বুঝে হ্যামিলনের বাঁশিওয়ালার মত সেইসব ফ্রিল্যান্সার ও ফ্রীলান্সিং কোম্পানির পেছনে ছুটছে অনেক সম্ভাবনাময় তরুণ যুবক যুবতীরা। এতে করে যারা কোয়ালিটি নিয়ে ভাবেন, ভালো কাজ করেন তারা আশাহত হন।