Description
আমি দিন রাত কষ্ট করে নিজের ও পরিবারের জন্য যে উপার্জন করছি তা অবশ্যই হালাল হওয়া বাঞ্ছনীয়। একবার চিন্তা করে দেখুন, যে মানুষগুলোর জন্য হালাল হারাম বাছ-বিচার না করে দুহাতে টাকা ইনকাম করছেন সেই মানুষগুলোই যখন হাশরের মাঠে বলবে “তোমার হারাম উপার্জনের সাথে আমরা নেই, এর দায় আমরা নেবো না!” তখন কেমন লাগবে আপনার?
কতটা অসহায় মনে হবে নিজেকে?
“ফ্রিল্যান্সিং : হালাল ইনকাম এর খোঁজে” বইটিতে চেষ্টা করা হয়েছে নতুন যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন এবং যারা বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তাদের সবার জন্যেই সঠিক গাইডলাইন দেওয়ার। ফ্রিল্যান্সিং নিয়ে অনেক বই লেখা হলেও হালালভাবে ফ্রিল্যান্সিং করার বিষয়ে গাইডলাইন নিয়ে এটিই প্রথম বই বাংলাদেশে।